পাহাড় ডাকে আজ আমায়
"ফিরব না গো এই মেকি শহরের একরাশ বিরক্তি মাখানো অক্সিজেন বিহীন দূষিত পথে, এই বেশ আছি কাঞ্চনজঙ্ঘার রূপে মোহিত হয়ে সবুজ গালিচায় শয্যা বিছিয়ে।" দার্জিলিং শুধুমাত্র তার মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য, চা-বাগান ও ঐতিহ্যবাহী পর্যটন কেন্দ্রগুলোর জন্য বিখ্যাত নয প্রচলিত ভ্রমণস্থানের কোলাহল এড়িয়ে প্রকৃতির মাঝে নিরিবিলি সময় কাটাতে দার্জিলিংয়ের আশপাশের অফবিট স্থানগুলো এক আদর্শ গন্তব্য। পাহাড়, নদী, সবুজ বন, স্থানীয় সংস্কৃতি ও কম ভ্রমণকারীর উপস্থিতি এই স্থানগুলোকে আরও আকর্ষণীয় করে তোলে।স্থানীয় মানুষের জীবনধারা, ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কে জানারও সুযোগ করে দেয়। আমার ঘরছুট মন সবুজের আভিজাত্যের মাঝে পাইনের শিরশিরে বাতাসে, শুকনো পাতার খসখস শব্দে একাত্ম হতে হারিয়ে যেতে চায় লামা হাঁটার পাইন বনে কখনও বা লেপচা জগতে। লামাহাটার অপূর্ব সৌন্দর্য:- উত্তরবঙ্গের এক স্বপ্নময় পাহাড়ি গ্রাম লামাহাটা, যেখানে প্রকৃতি তার সবটুকু সৌন্দর্য ঢেলে দিয়েছে। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৫,৭০০ ফুট উচ্চতায় অবস্থিত এবং দার্জিলিং শহর থেকে মাত্র ২৩ কিলোমিটার দূরে। প্রকৃতির কোলে নির্জন, শান্ত ও সবুজে ম...